গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজা (৩৫), সাকিবুর রহমান (৩৫) এবং গোপালগঞ্জের রইচ শেখ (২৪)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙা হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি বলেন, খুলনা থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

Comments