রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

আহত দুজনের কেউই আশঙ্কামুক্ত নয় বলেও জানান তিনি।

সোমবার সকালে বগুড়ায় রথযাত্রায় আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গতকাল বিকেলে বগুড়া শহরে রথযাত্রা চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জন নিহত ও ৪১ জন আহত হন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমি রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করব।'

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে।

সামন্ত লাল সেন বলেন, রথযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, আমি বগুড়া হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বগুড়া হাসপাতালের পরিচালক ও বগুড়ার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

38m ago