পিরোজপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুনিয়ারী এলাকায় মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নেছারাবাদ-বরিশাল সড়কের কুনিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—উপজেলার জগন্নাথকাঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাকিল (২৬) এবং ফজলুল করিমের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৭)।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, 'সকাল ৯টার দিকে শাকিল ও সাইফুল মোটরসাইকেলযোগে নেছারাবাদ থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে শুভেচ্ছা-১ নামের বাসটি বরিশাল থেকে নেছারাবাদের দিকে আসছিল। কুরিয়ারী নামক স্থানে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়।'

তিনি বলেন, 'স্থানীয়রা শাকিল ও সাইফুলকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago