হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/05/25/befunky-collage_-_2024-05-25t160134.616.jpg)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরিহাট বটতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল মোতালেব টুকু ও মো. আবছার। এ ঘটনায় আহত অটোরিকশার আরও দুই যাত্রীকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুহুরিহাট বটতল এলাকায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।'
পরে এলাকাবাসী বাসটিকে থামিয়ে একজন স্টাফকে আটক করে পুলিশে দিয়েছেন বলেও জানান তিনি।
Comments