ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে আগুন, পুড়ে গেছে ওষুধ ও যন্ত্রপাতি

সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন লেগে ওষুধ ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। এনিয়ে গত দেড় মাসে এই হাসপাতালে তিন বার আগুনের ঘটনা ঘটল।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সহায়তায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

এদিকে বার বার আগুন লাগার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভেতরে অনেক ওষুধ ও যন্ত্রপাতি রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

তিনি আরও বলেন, স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের বলেন, গত দেড় মাসে হাসপাতালে তিন বার আগুন লেগেছে। আমরা আতঙ্কিত ও আশঙ্কিত। এটি এক হাজার বেডের হাসপাতাল, এসব স্থানে আগুন লাগলে বিপুল সংখ্যক প্রাণহানির আশঙ্কা থাকে।

তিনি বলেন, স্টোর রুমটিতে ওষুধ ও নতুন নতুন যন্ত্রপাতি রয়েছে। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আর‌ও বলেন, হাসপাতালের স্ট্রাকচারাল কিছু ত্রুটি রয়েছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। বিকল্প ব্যাবস্থা সৃষ্টি করতে আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলব।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago