দিনাজপুরে রাস্তার পাশে চায়ের দোকানে লরির ধাক্কা, নিহত ২

ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে
ছবি: ইউএনবি থেকে নেওয়া

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে জ্বালানি তেলবাহী লরির ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-- দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে আজাহার আলী (৬০)। আরেক জনের পরিচয় এখনও জানা যায়নি।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ফুলবাড়ী উপজেলা থেকে একটি জ্বালানিবাহী লরি দিনাজপুরে আসছিল। কাউগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

লরি চালক রাজু খন্দকার (২৯) এবং হেলপার সোহাগকে (১৯) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

Comments