সাকিব আল হাসানকে দেখতে গিয়ে স্কুলশিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তার শরীরের  ১৫-২০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট নীরব চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে উপজেলার ধোড়করা বাজারের মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনাটি ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, একটি প্রসাধনী সামগ্রীর দোকান উদ্বোধন করতে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামে এসেছিলেন সাকিব আল হাসান ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

দোকানটির অবস্থান ধোড়করা বাজারের মালেক টাওয়ারের নিচতলায়। সাকিব আল হাসানকে দেখতে ভবনটির দ্বিতীয় তলায় অবস্থান নেন বেশ কয়েকজন। এ সময় বারান্দায় থাকা বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh steps up efforts to recover laundered money: BB governor 

“We are taking action against those who fled abroad with funds from Bangladesh, and coordinated efforts are underway at both national and international levels,” he said

47m ago