নোয়াখালীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের পর ট্রাক ও অটোরিকশাটি পাশের খালে পড়ে যায়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ‌এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে যায়। এসময় খাল থেকে তিন জনের মরদেহ  উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও অটোরিকশাটি খালে পড়ে যায়।  এতে অটোরিকশা চালকসহ তিন জন নিহত হয়।

দুপুর ১টার দিকে তিনি বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago