গাজীপুরে তুলার গোডাউনে আগুন
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/04/25/438245590_963145831688653_6175395970444034028_n.jpg)
ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশন বাসন থানার তেলিপাড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে।
বুধবার রাত ১২টায় এ ঘটনা ঘটে।
গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিন মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও গাজীপুর চৌরাস্তা ভোগড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
Comments