চৌমুহনী বাজারের আগুন ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সোমবার নিরূপণ করা হবে বলেও জানান ইউএনও।

তবে, চৌমুহনী বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের ডেইলি স্টারকে বলেন, আগুনে বাজারের ৪০-৫০টি দোকান পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সবুজ জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড়ের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

Comments

The Daily Star  | English

Hasina oversaw July protest killings: UN

Human rights office also finds systematic abuse by former ministers, security agency officials, AL leaders

7h ago