সদরঘাটে নিহত ৫: ২ লঞ্চের ৫ জনকে আসামি করে বিআইডব্লিউটিএর মামলা
রাজধানী ঢাকার সদরঘাটে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই লঞ্চের পাঁচজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ফারহান ৬ এর দুই মাস্টার ও ম্যানেজারের বিরুদ্ধে বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর অভিযোগ আনা হয়েছে।
এজাহার অনুসারে, পুরোনো রশি (অ্যাংকরিং রোপ) ব্যবহার করায় অবহেলার অভিযোগ এনে এমভি তাশরিফ ৪ এর দুই মাস্টারকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, সদরঘাট লঞ্চঘাটে এদিন বিকেলে নোঙ্গর করে রাখা লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহত হন।
ফায়ার সার্ভিস জানায়, ১১ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ লঞ্চ দুটি রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এই দুই লঞ্চের মাঝখানে ফারহান নামে আরেকটি লঞ্চ ঢুকতে গেলে এমভি তাশরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। রশির আঘাতে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Comments