গ্যাস সিলিন্ডারের আগুন: দিনমজুর কুদ্দুসকেও বাঁচানো গেল না, মোট মৃত্যু ১৭
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের মধ্যে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ১৭ জনের মৃত্যু হলো।
আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কুদ্দুস খানের (৪৫) মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।'
কুদ্দুসের ছেলে মো. নাজিম খান জানান, তাদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় তারা বসবাস করতেন।
তিনি আরও জানান, কুদ্দুস কোণাবাড়ি এলাকায় পেপসি কোম্পানিতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
গত ১৩ মার্চ বিকেলে গাজীপুরের কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরে যান।
Comments