গাজীপুরে সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও দুই জনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন গার্মেন্টস কর্মী আরিফুল ইসলাম (৩৫) ও ঝুটের গোডাউনের শ্রমিক মহিদুল (৩০)।
অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট পাঁচ জন মারা গেলেন।
রোববার ভোর ৫টার দিকে আরিফুল ও সকাল পৌনে ৭টার দিকে মহিদুল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান বলে জানান ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, আরিফুলের শরীরের ৭০ শতাংশ আর মহিদুলের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছির। আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল তাদের। সেখানেই তারা আজ মারা গেছেন।
আরিফুলের স্ত্রী সুমি আক্তার জানান, তাদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। পরিবার নিয়ে কালিয়াকৈরে থাকতেন। স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টসে চাকরি করতেন।
মহিদুলের ভাই সিদ্দিক খান জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা গ্রামে। কালিয়াকৈরে একটি ঝুটের গোডাউনে কাজ করতেন মহিদুল।
গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে নারী-শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন।
ভর্তি রোগীদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Comments