নারায়ণগঞ্জে সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় কনস্টেবল নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল আব্দুল গফুর নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ দুর্ঘটনায় আহত আরেক পুলিশ সদস্য আব্দুল মান্নান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, 'ছনপাড়া এলাকায় মহাসড়কে ভিআইপি ডিউটিতে ছিলেন আব্দুল গফুর ও আব্দুল মান্নান। ডিউটিরত অবস্থায় সোহাগ পরিবহনের ঢাকামুখী বাসটি তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে মহাসড়কের ওপরে পড়ে যান।'

তিনি বলেন, 'আহত অবস্থায় তাদেরকে রূপগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান কনস্টেবল আব্দুল গফুর। আহত অবস্থায় আব্দুল মান্নান এখনো চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কা মুক্ত।'

এ ঘটনায় বাসটি জব্দ করতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়েছেন বলে জানায় পুলিশ।

নিহত কনস্টেবল আব্দুল গফুরের বাড়ি জামালপুরে।

এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি আহসান উল্লাহ।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

9h ago