দেড় ঘণ্টার চেষ্টায় টঙ্গী বাজারের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আগুনে পুড়ে গেছে ওই মার্কেটের বেশ কয়েকটি গুদাম।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে টঙ্গী বাজারের মিতালী ম্যানশনে আগুন লাগে। এ সময় ধোঁয়া দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আগুনের খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিন ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় কয়েকটি গুদাম পুড়ে গেছে।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
সকাল ৯টায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার রিফাত হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এখনো পুরোপুরি নেভানোর কাজ চলছে।
Comments