আশুলিয়ায় ঘরে আগুন লেগে ৪ বছরের শিশুর মৃত্যু
ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে আগুনে দগ্ধ হয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটি একাই বাড়িতে ছিল।
আজ রবিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার পানধোয়া এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া সাকিব নিজামউদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, পুড়ে যাওয়া কাঁচা বাড়িটিতে আরও দুটি পরিবার ভাড়া থাকত।
শিশুটির বাবা পেশায় দিনমজুর ও মা গৃহকর্মী। ছেলেকে বাড়িতে একা রেখে সকালে কাজে গিয়েছিলেন তারা। সকাল ১০টার দিকে বাড়িতে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে দগ্ধ হয়ে সাকিব মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (জোন-৪) মো. আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে বাড়িটির ছয়টি কক্ষের মধ্যে চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস দ্য ডেইলি স্টারকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments