চট্টগ্রাম

পিকআপ ভ্যানের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ ইরফান জানান, মোটরবাইকটি চট্টগ্রামের দিকে আসছিল। পুদুয়া নয়া পাড়া এলাকা অতিক্রম করার সময় একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরবাইকটিকে পেছন থেকে চাপা দেয়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক আগেই পালিয়ে যান বলে জানান ওসি।

Comments