নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুন, ব়্যাব সদস্যসহ দগ্ধ ২

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ফ্ল্যাটে লাগা আগুনে ব়্যাব সদস্যসহ দুই জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলেন, ব়্যাব-১১-এর সদস্য অভিজিৎ সিং (২৮) এবং তার বন্ধু টুম্পা রাণী দাস (৪০)৷

বৃহস্পতিবার ভোরের দিকে নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

দুপুরে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ব়্যাব সদস্য অভিজিং সিংয়ের শরীরের ৯০ শতাংশ এবং টুম্পার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান এই সার্জন।

যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুনের খবর পেয়েছি। দুজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।'

অগ্নিকাণ্ডের সূত্রপাত নিরূপণে কাজ করছেন বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদও৷

 

Comments

The Daily Star  | English

Why is the stock market rebounding now?

The stock market has bounced back strongly within two months of falling to its lowest in the past five years, thanks to some macroeconomic-level recoveries, including a drop in inflation and the strengthening of the local currency against the greenback.

14h ago