কৃষি মার্কেটে দোকানের ভেতর এখনো আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা

ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। 
কৃষি মার্কেট এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ছবি: স্টার

ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। 

আজ বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটে লাগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের চেষ্টায় সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে থাকে।

ফায়ার সার্ভিস সদস্যরা দোকানের ভেতরের আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবি: শাহীন মোল্লা/স্টার

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মার্কেট থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে যাচ্ছে পুরো এলাকায়। মার্কেটের বাইরে থেকে আগুন দেখা না গেলেও, ভেতরের দোকানগুলো আগুনে পুড়ছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতায় ব্যবসায়ীরা দোকানের ভেতর থেকে মালামাল বের করার চেষ্টা করছেন। 

মার্কেটের ভেতরে ও আশেপাশে ব্যবসায়ীসহ স্থানীয়রা ভিড় করে আছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেককে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকতে দেখা যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালিদ বিন নজরুল দ্য ডেইলি স্টারকে জানান, আগুন লাগার পর প্রথমে ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। বর্তমানে ইউনিটের সংখ্যা ১৭টি। 

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

 

Comments