টিএসসির সামনে গাছচাপায় রিকশাচালকের মৃত্যু

ঢাবি টিএসসির সামনে গাছটি ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের (টিএসসি) সামনে গাছচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় এক শিক্ষার্থীও আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, টিএসসির সামনের পথ দিয়ে যাওয়ার সময় গাছটির ভেঙে পড়লে ওই রিকশাচালক গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি দেখছি।'

উল্লেখ্য, এক মাস আগেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আরেকটি গাছ পড়ে ৪ জন আহত হন।

Comments