কুকুরের কামড় থেকে বাঁচতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর

গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু নিহত হয়েছে। শিশুটির পরিবার জানায়, কুকুড়ের কামড় থেকে বাঁচতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি।

নিহত শিক্ষার্থী সুমাইয়া গারোরান গ্রামের আকরাম হোসেনের মেয়ে ও গারোরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

শ্রীপুর থানার এস আই অমল চন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ১০টার দিকে বরমী গারোরান গ্রামে অটোরিকশার ধাক্কায় শিশু সুমাইয়া ঘটনাস্থলে মারা যায়।

গারোরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা পারভীন জানান, শিশুটি আজ স্কুলে আসেনি।

তিনি বলেন, শিশুর মা মোরশেদা জানিয়েছেন, বাড়ির পাশে খেলা করছিল সুমাইয়া। হঠাৎ ৩/৪ টি কুকুর তাকে কামড়াতে আসে। কুকুড়ের কামড় থেকে বাঁচতে দৌড় দেয় শিশুটি। একই সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা বরমী থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিল। তখনই মেয়েটি অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। 

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুণ অর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, তিনি শিশু মৃত্যুর ঘটনা জানতে পেরেছেন। উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে এ নিয়ে আলোচনা করছেন।

Comments