নারায়ণগঞ্জে বিস্ফোরণে ৪ দগ্ধসহ আহত ৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬তলা ভবনের একটি ফ্ল্যাটে ‘গ্যাস লিকেজ’ থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। ছবি: স্টার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬তলা ভবনের একটি ফ্ল্যাটে 'গ্যাস লিকেজ' থেকে ভয়াবহ বিস্ফোরণে ৪ দগ্ধসহ ৬ জন আহত হয়েছেন৷

আজ রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত রাতে বিস্ফোরণে দগ্ধ ৪ জন এখানে ভর্তি হয়েছেন৷ তাদের মধ্যে সবুজ খন্দকারের শরীরের ৫৫ শতাংশ, মো. রানার ১২ শতাংশ, বিথীর ৩৫ শতাংশ পুড়ে গেছে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক৷ রুবেল নামে আরেকজন অল্প দগ্ধ হয়েছেন।'

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষ্মী নিবাস নামে আবাসিক ভবনে এ ঘটনা ঘটে৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের ভেতরে গ্যাসের লাইন ও গ্যাস সিলিন্ডার ২টিই পাওয়া গেছে৷ লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে৷'

নারায়ণগঞ্জে বিস্ফোরণ
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ জানান ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের ভেতরে গ্যাসের লাইন ও গ্যাস সিলিন্ডার ২টিই পাওয়া গেছে৷ ছবি: স্টার

তিনি আরও বলেন, '৬তলা ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটিতে বিস্ফোরণের সূত্রপাত৷ ওই ফ্ল্যাটের পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের টিনসেড ঘরের ওপর গিয়ে পড়েছে৷ পাশের ৩টি ফ্ল্যাটের দরজা ও দেয়াল ভেঙে গেছে৷ বিস্ফোরণে ৪তলা ও ৬তলার ফ্ল্যাটেরও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালার কাঁচ ভেঙে গেছে৷'

এ ঘটনায় আহতরা হলেন—হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮) ও তাদের শিশু সন্তান এবং সেই ফ্ল্যাটের ভাড়াটিয়া আবুল কালাম (৬০)৷ তাৎক্ষণিকভাবে আহত আরেকজনের নাম জানা যায়নি৷

দগ্ধ সবুজের মামা খলিল শিকদার ডেইলি স্টারকে বলেন, 'একই এলাকায় ভাগ্নের হোসিয়ারি কারখানা আছে৷ রানা ও তার স্ত্রী ওই কারখানার শ্রমিক৷ বিস্ফোরণ হওয়া ফ্ল্যাটটিতে তারা ভাড়া থাকতেন৷ তারা ৪জনই দগ্ধ হয়েছেন৷'

'আহত আবুল কালাম ৬তলার ভাড়াটিয়া৷ তিনি সিঁড়ি দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে আহত হন৷ আহত অন্যজনও একই ভবনের ভাড়াটিয়া।'

তিনি জানান, আহত সবাইকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ সেখান থেকে তার তার ভাগ্নে সবুজ, কারখানার শ্রমিক রানা ও তার স্ত্রীর-সন্তানকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে বিস্ফোরণ
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকায় বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস। ছবি: স্টার

'দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি,' যোগ করেন তিনি।

হোসাইনী নগর এলাকার ভবনটির মালিক মাসুদুর রহমান আসলামের ছেলে মো. সীমান্ত ডেইলি স্টারকে বলেন, 'বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়৷ পরে ভাড়াটিয়ারা মিলে আগুন নেভান৷ ৫তলার ২ ফ্ল্যাটের দেয়াল ভেঙে গেছে৷ ফায়ার সার্ভিসের লোকজন ভবনটি খালি করে দিতে বলেছেন৷ ভাড়াটিয়াদের সবাই আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে গেছেন৷'

৬তলার ভাড়াটিয়া মো. হাবিব উল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'বিকট শব্দে বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে৷ আমাদের ঘরের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়৷ ভবনটি ধসে পড়ে কিনা এ শঙ্কা থেকে সবাইকে নিয়ে কাছে শ্বশুরবাড়িতে চলে এসেছি৷'

সরেজমিনে দেখা যায়, ভবনটির পঞ্চম তলায় ৪টি ফ্ল্যাট৷ বিস্ফোরণে উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটির পশ্চিম পাশের দেয়াল ভেঙে পাশের টিনসেড ঘরের ওপরে পড়েছে৷ দক্ষিণ পাশের দেয়ালটিও ভেঙে সিঁড়ির ওপর পড়ে আছে৷ পূর্বপাশের ফ্ল্যাটেরও দেয়াল ভেঙে গেছে৷ পাশাপাশি অপর ২ ফ্ল্যাটেরও আসবাবপত্র উল্টে-পাল্টে পড়ে আছে৷ প্রতিটি ফ্ল্যাটেরই কাঠের দরজা ভেঙে গেছে৷

বিস্ফোরণে দেয়াল ভেঙে পড়া পাশের টিনসেড ঘরের বাসিন্দা আনোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঘরটিতে বৃদ্ধ বাবাকে নিয়ে থাকি৷ ঘটনার সময় শহরের নয়ামাটি এলাকায় কর্মস্থলে ছিলাম৷ নৈশপ্রহরী বাবাও ডিউটিতে ছিলেন৷ ঘরে কেউ না থাকায় ভাগ্যক্রমে দেয়াল চাপা পড়া থেকে রক্ষা পেয়েছি।'

Comments

The Daily Star  | English
CSA to be repealed

CSA to be repealed within a week: Nahid Islam

About the election, Nahid said an election based on national consensus will be held after completing all necessary reforms.

3h ago