নারায়ণগঞ্জে লরিচাপায় পোশাক শ্রমিকের মৃত্যুতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে লরিচাপায় পোশাক শ্রমিকের মৃত্যুতে সড়ক অবরোধ
অবরোধ করে বিক্ষোভ করেন আদমজী ইপিজেডের শ্রমিকরা। ছবি: স্টার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লরিচাপায় সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আদমজী ইপিজেডের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যানজট দেখা দেয়।

পরে সিদ্ধিরগঞ্জ থানা ও শিল্প পুলিশ শ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

পুলিশ জানায়, গতকাল সকাল ৮টার দিকে ইপিজেডের সামনে সড়কে তেলবাহী একটি ট্যাংকলরির চাপায় নিহত হন পোশাক শ্রমিক পারভীন আক্তার (৩০)। পারভীন ইপিজেডের উর্মি কোম্পানির ইউএইচএম লিমিটেড নামে পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পারভীনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে। কাজের সুবাদে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷ নিহতের খালাতো ভাই মো. ইমরান হোসেন বলেন, ট্যাংকলরির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন পারভীন৷ পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, ইপিজেড সামনের সড়কটি দিয়ে প্রতিনিয়ত বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করে৷ এতে প্রায় সময় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে৷ বুধবারও তাদের একজন সহকর্মী কর্মস্থলে যাবার সময় ট্যাংকলরির চাপায় মারা গেছেন৷ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।
একইসাথে সড়কটিতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় বিচারের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন৷ পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি আরও বলেন, নিহতের লাশ দাফনের জন্য স্বজনরা গ্রামের বাড়িতে আছেন৷ তারা ফিরে এসে মামলা করবেন৷ এ ঘটনায় ট্যাংকলরিটি জব্দ করেছে পুলিশ৷ তবে চালক পলাতক।

 

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago