খুলনায় ট্রেন ও পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

খুলনায় ট্রেন ও পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১
খুলনাগামী মেইলট্রেনের সঙ্গে সংঘর্ষে মুরগিবোঝাই পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

খুলনার খানজাহান আলী থানার আপিলগেট এলাকায় ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল শেখ (৪৫) পিকআপের হেল্পার ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাথরঘাটা গ্রামে।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিলাহাটি থেকে খুলনাগামী মেইলট্রেন আপিলগেট অতিক্রম করার সময় রেললাইনে ওঠে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের হেল্পার।'

তিনি আরও বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে নিহতের চাচা মো. ইমরান উল্লা বলেন, 'খুলনাগামী মেইলট্রেনের সঙ্গে সংঘর্ষে মুরগিবোঝাই পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। পরে পিকআপ থেকে মৃত অবস্থায় আফজাল শেখকে বের করেন স্থানীয়রা। আমরা শুনেছি ওই সময়ে কোনো গেটম্যান ওখানে ছিলেন না। গেটটি পুরোপুরি খোলা ছিল। হয়তো গেটম্যান ঘুমিয়ে ছিলেন।'

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago