টাঙ্গাইলে বাসচাপায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ৪

গত ৩০ এপ্রিল টাঙ্গাইলের ধনবাড়িতে বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত হন। ফাইল ছবি

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

আজ রোববার দুপুর ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাঘিলে একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোশনী আক্তার (১৩), একই গ্রামের বিথী আক্তার (১৩), ব্যাটারিচালিত অটোরিকশাচালক নরিল্লার গ্রামের হাকিম (৬৫) এবং ব্যাটারিচালিত ইজিবাইক চালক গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের মোস্তফা মিয়া (৫২)।  

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমী দ্য ডেইলি স্টারকে জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয় এবং আরও ৩ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ধনবাড়ি থানার উপপরিদর্শক ইদ্রিস আলী জানান, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে।

Comments

The Daily Star  | English
5 killed as train hits auto-rickshaw in Cumilla

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

1h ago