মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও ২ মরদেহ উদ্ধার
অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারডুবির ঘটনায় আরও ২ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। ৬ জনের মধ্যে ৫ জন নারী ও ১টি শিশু।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নুর মোহাম্মদ জানিয়েছেন, বুধবার রাত ১১টার দিকে টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার দক্ষিণ শীলখালী ও চৌকিদার পাড়া সমুদ্র সৈকত থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়। স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করে।
পরিদর্শক নুর মোহাম্মদ আরও জানান, ২ নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এর আগে গতকাল মঙ্গলবার উদ্ধার হওয়া ৩ মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল ভোরে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার সময় টেকনাফে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৬ মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে সাঁতরে তীরের কাছাকাছি আসা ৪১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে তীরে আসা ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৪ বাংলাদেশি পাচারকারী বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments