রাজধানীর নবাবপুরে আগুনে ২০ দোকান-গুদাম পুড়ে গেছে

মোহাম্মদিয়া মার্কেটে আগুন
রাজধানীর নবাবপুরে মোহাম্মদিয়া মার্কেটে আগুন পুরোপুরি নেভানোর হয়েছে। ছবি: আনিসুর রহমান/স্টার ফাইল ফটো

রাজধানীর নবাবপুরে মোহাম্মদিয়া মার্কেটে আগুনে ২০টি দোকান ও গুদামের পুড়ে গেছে।

আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আনুমানিক ২০টি আধা-পাকা দোকান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।'

'ভোররাত ১টা ৫৮ মিনিটে আগুন নেভানোর কাজ শেষ হয়' উল্লেখ করে তিনি আরও বলেন, 'অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে এখনো কিছু জানা যায়নি।'

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে এ আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago