বেশি গতি ও চাকা বিস্ফোরণে শিবচরে বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় গতকাল রোববার ঢাকাগামী ইমাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের দুর্ঘটনাকবলিত সেই বাসটির গতি বেশি ছিল বলে জানিয়েছে ঘটনা তদন্তে গঠিত কমিটি।

গত রোববার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ জন নিহত হন।

এ ঘটনা তদন্তে মাদারীপুর জেলা প্রশাসন গঠিত কমিটি আজ মঙ্গলবার তদন্ত শেষ করেছে।

কমিটিতে আছেন, মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিআরটিএর কর্মকর্তা ও অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের একজন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার সময় গাড়ির গতি বেশি ছিল। আর চাকা বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটেছিল কি না, বিষয়টির সঙ্গে কিছু টেকনিক্যাল ও সোশ্যাল সার্ভের বিষয় জড়িত।'

তিনি বলেন, 'গাড়ির চাকা বিস্ফোরণ হয়ে গতি হারিয়ে দুর্ঘটনায় পড়েছে, নাকি অসচেতনতা বা অসাবধানতার কারণে আন্ডাপাসের দেয়ালে লেগে বা কিছুর সঙ্গে চাকা বিস্ফোরণ হয়েছে, দুই দিনের তদন্তে এই বিষয় বের করা সম্ভব না। কারণ এটা টেকনিক্যাল ব্যাপার এবং এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মতামত প্রয়োজন। যে গুলোর ক্ষেত্রে আরও একটু সময় প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'আপাতত এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছি গাড়ির অতিরিক্ত গতিতে চলছিল। আর তাছাড়া এমন হতে পারে গাড়ির চালক ঘুমিয়ে গিয়েছিলেন।'

চাকা বিস্ফোরণের কারণে দুর্ঘটনা হয়েছিল কি না, জানতে চাইলে তদন্ত কমিটির এই সদস্য বলেন, 'বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তদন্ত করতে গিয়ে আমাদের সামনে দুটি বিষয় এসেছে, যা আমরা প্রতিবেদনে উল্লেখ করেছি।'

প্রথমত তিনি জানান, চালক বেশি গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় গাড়ি নিচে পড়ে শক্ত কিছু, যেমন আন্ডারপাসের গাইড দেওয়ালের সঙ্গে লেগে চাকা বিস্ফোরণ হতে পারে।

দ্বিতীয়ত, এমনও হতে পারে যে গাড়ি চালানোর সময় বেশি গতির কারণে চাকা আগেই বিস্ফোরণ হয়। যার কারণে চালক গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এ কারণে হয়ত দুর্ঘটনাটি ঘটেছে। 

তিনি বলেন, 'যেহেতু এটা টেকনিক্যাল বিষয়। আমাদের সঙ্গে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল। চাকা বিস্ফোরণ কখন হয়েছিল, এ বিষয়ে বুয়েটের বিশেষজ্ঞ দল বলতে পারবেন। হয়ত এক্ষেত্রে আরও কিছুদিন সময় লাগতে পারে।' 

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বেঁচে যাওয়া বাস যাত্রীদের বক্তব্যসহ গাড়ির কাগজপত্র ঠিক ছিল কি না, তা প্রতিবেদনে উল্লেখ থাকবে বলে জানান তিনি।

আজ রাতে মাদারীপুরের জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা আছে বলে তিনি জানান।

তদন্ত কমিটির প্রধান মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পল্লব কুমার হাজরার কাছে তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'অবশ্যই আমরা দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের বিষয়টি জানাব। আজ রাতে আমরা জেলা প্রশাসককে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেব। এরপর জেলা প্রশাসক সিদ্ধান্ত নেবেন কখন তিনি গণমাধ্যমকে তা জানাবেন।'

উল্লেখ্য, গত রোববার ইমাদ পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসটি ভোর ৪টায় খুলনার ফুলতলা বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে। বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালক, হেলপার, সুপারভাইজার, যাত্রীসহ মোট ৪৬ জন ছিলেন। তাদের মধ্যে ১৯ জন মারা যান এবং বাকি যাত্রীরা আহত হন। 

এ ঘটনায় রোববার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে সড়ক পরিবহন ২০১৮ আইনে শিবচর মামলা করেন এবং জেলা প্রশাসন ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। 

তদন্ত কমিটি বিশেষজ্ঞদের নিয়ে গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার  দুর্ঘটনার বিভিন্ন দিক নিয়ে তদন্ত করে।

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

48m ago