গুলিস্তান বিস্ফোরণে দগ্ধ কলেজ শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৪
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত জাহান সরদার সেলিম (১৯) সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের ম্যানেজমেন্টে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৭ মার্চের বিস্ফোরণের ঘটনায় তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়।
নিহত জাহানের মামা আল ইসলাম ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের খটিয়া গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে জাহান ছিলেন ছোট।
ঘটনার দিন জাহান দোহার থেকে বাসে এসে গুলিস্তান নামেন। এরপর যাত্রাবাড়ীর উদ্দেশে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হন।
গত ৭ মার্চ ৭ তলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ২৪ জন মারা গেলেন। এ ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছিলেন।
বিস্ফোরণে ভবনের ২৪টি পিলারের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়।
Comments