গুলিস্তান বিস্ফোরণে দগ্ধ কলেজ শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৪

বিস্ফোরণের সময় যাত্রাবাড়ীর উদ্দেশে পায়ে হেঁটে যাচ্ছিলেন তিনি।
গুলিস্তান বিস্ফোরণ
৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে ৭ তলা ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: রাশেদ সুমন/ স্টার

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। 

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জাহান সরদার সেলিম (১৯) সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের ম্যানেজমেন্টে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৭ মার্চের বিস্ফোরণের ঘটনায় তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়।

নিহত জাহানের মামা আল ইসলাম ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের খটিয়া গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে জাহান ছিলেন ছোট।

ঘটনার দিন জাহান দোহার থেকে বাসে এসে গুলিস্তান নামেন। এরপর যাত্রাবাড়ীর উদ্দেশে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হন।

গত ৭ মার্চ ৭ তলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ২৪ জন মারা গেলেন। এ ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছিলেন। 

বিস্ফোরণে ভবনের ২৪টি পিলারের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়।

 

Comments

The Daily Star  | English

Bangladeshi students terrified over attack on foreigners in Kyrgyzstan

Mobs attacked medical students, including Bangladeshis and Indians, in Kyrgyzstani capital Bishkek on Friday and now they are staying indoors fearing further attacks

53m ago