নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর, ঢামেকে চিকিৎসাধীন অন্তত ২০
ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
আজ বুধবার সকাল ১০টায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ও হতাহতদের জন্য ঢাকা জেলা প্রশাসনের সহায়তা কেন্দ্র ও কন্ট্রোল রুমে দায়িত্বরত এসিল্যান্ড (ক্যান্টনমেন্ট রেভিনিউ) কাওসার হামিদ৷
তিনি বলেন, 'আজ ভোররাত ২টার মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ তাদের প্রত্যেকের সুরতহাল করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'বর্তমানে প্রায় ২০ জন ঢামেকের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন৷ আজ সকালে মাইনর ইনজুরির চিকিৎসা নিয়ে অনেকেই বাসায় ফিরে গেছেন।'
এই ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন।
বিস্ফোরণে নিহত কাতারপ্রবাসী মো. সুমনের (২১) মরদেহ গতকাল রাত পৌনে ১০টায় জোর করে ঢামেক মর্গ থেকে নিয়ে যায় তার স্বজন-বন্ধুরা।
সুমনের মরদেহ ময়নাতদন্ত না করতে অনুরোধ করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। কিন্তু ময়নাতদন্তের আগে মরদেহ দিতে চায়নি পুলিশ। পরবর্তীতে সুমনের আত্মীয়-স্বজন, বন্ধু ও প্রতিবেশীসহ প্রায় ৬০ থেকে ৭০ জন এসে তার মরদেহ জোর করে নিয়ে যায়।
Comments