সিরাজগঞ্জ

ট্রাকচাপায় প্রাণ গেল ভাই-বোনের

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ২ ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর রোডের কুরুলিয়া সিমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজিপুর উপজেলার সিংরাবাড়ি গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৮) ও ছেলে মুকুল হোসেন (২৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর ১টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে কাজিপুর ফিরছিলে ২ ভাই-বোন। পথে সিমান্তবাজার এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিপি খাতুন মারা যান। আহতদের হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মুকুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটির চালকসহ আহত ২ জন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি।

Comments