শ্রীপুরে নির্মাণাধীন গার্মেন্টস ভবনের ছাদ ধসে নিহত ২

শ্রীপুরে নির্মাণাধীন গার্মেন্টস ভবনের ছাদ ধসে নিহত ২
আজ বুধবার বিকেলে হ্যামস গার্মেন্টস লিমিটেডের নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে পড়ে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস লিমিটেডের নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মাওনা ফায়ার সার্ভিস ও শ্রীপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

আজ বুধবার বিকেল ৫টায় শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি (বৈরাগীরচাল) এলাকায় কারখানার ভেতরে ওই ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাসিরাম গ্রামের চান্দুরা ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের রজনী চন্দের ছেলে মুকুল চন্দ্র (৩৪)। আহত মামুন মিয়া (২৬) কুড়িগ্রামের বকুলতলা (কচাঘাটা) গ্রামের আজিম খাঁর ছেলে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার জানান, সন্ধ্যা ৬টার দিকে আরিফুল ইসলামকে মৃত অবস্থায় ও মামুনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত মামুনের মাথায় গুরুতর আঘাত না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Four reform commission chiefs submit reports to Yunus

They submitted the reports to Yunus at the chief adviser's office in Dhaka's Tejgaon around 11:30am

1h ago