মোংলায় ইপিজেডে ব্যাগের কারখানায় আগুন

মোংলা ইপিজেডের ভিআইপি-১ কারখানায় আগুন
কেল সাড়ে ৩টার দিকে ইপিজেডের ভিআইপি-১ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) লাগেজ কারখানায় আগুন লেগেছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ইপিজেডের ভিআইপি লাগেজ-১ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেনম অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আছে তবে, পুরোপুরি নয়। কারখানার ভেতরে থাকা সব শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিআইপি লাগেজ-১ কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানা কর্তৃপক্ষ ৭০০-৮০০ শ্রমিক বের করতে সক্ষম হয়েছে। কারখানায় আঠা ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫-৬টি ইউনিট।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

2h ago