মোংলায় ৫০০ টন সার নিয়ে জাহাজডুবি

মোংলায় জাহাজডুবি
স্টার অনলাইন গ্রাফিক্স।

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৫০০ টন সার বোঝাই এমভি শাহজালাল এক্সপ্রেস লাইটার জাহাজ ডুবে গেছে।

আজ বুধবার ভোররাত সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় জাহাজটি ডুবে যায়।

জাহাজে থাকা মাস্টারসহ ৮ কর্মচারী সাঁতার কেটে পাশের লাইটার জাহাজে উঠতে সক্ষম হয়েছে।

লাইবেরিয়া পতাকাবাহী ক্লিংকার ভর্তি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভ্যালোরের সঙ্গে ধাক্কা লেগে এমভি শাহজালাল এক্সপ্রেস লাইটারের জাহাজের প্রোপেলার ভেঙে যায়। এর ফলে ভাঙা স্থান থেকে পানি ঢুকে লাইটার জাহাজটি ডুবে যায়।

হাড়বাড়িয়া-৮ এলাকায় লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভিটা অলিম্পিক জাহাজ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়া এলাকায় যাচ্ছিল।

ডুবে যাওয়া জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস। তবে জাহাজটি ডুবে গেলেও চ্যানেল সচল আছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ।

Comments

The Daily Star  | English

Curfew in Gopalganj from 8:00pm

It will be in effect until 6:00pm tomorrow

19m ago