যশোরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ট্রাকচাপায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচাপায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা সুমি (২৪), জোহরা বেগম (৫৫) এবং ভ্যানচালক মাসুম বিল্লাল (৩৮)।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ তাইজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত শিক্ষার্থীকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যানচালক মাসুম বিল্লাল রোববার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ৪ জন যাত্রী নিয়ে চুড়ামনকাটি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। শহিদুলের ইটভাটার সামনে পৌঁছালে ভ্যানের একসেল ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। এসময় পিছনে থাকা বিএডিসির বীজ বোঝাই (যশোর ট-১৩৯৪) একটি দ্রুতগামী ট্রাক ভ্যানে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত। আহত হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুতাচ্ছির বিল্লাহ (২৩)।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাইবুর রহমান মোল্লা বলেন, 'নিহত ফারজানা সুমি ও মুতাচ্ছির বিল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফারজানা সুমি মারা গেছে এবং মুতাচ্ছির বিল্লাহ আহত হয়েছে।'

Comments