মেঘনায় ৯০০ টন জ্বালানি তেল নিয়ে জাহাজডুবি

স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলার মেঘনা নদীতে ৯০০ টন জ্বালানি তেলসহ একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা মাস্টার, স্টাফসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোররাত ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির দ্য ডেইলি স্টারকে বলেন, 'শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশ্যে রওনা হয় সাগর নন্দিনী-২ নামের জাহাজটি। আজ ভোররাত ৪টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে এলে পেছন দিক থেকে আসা অপর একটি জাহাজ তেলবাহী জাহাজটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করায় জাহাজটি ডুবে যায়। এসময় জাহাজে অবস্থানরতরা চিৎকার করলে একটি বালুবাহী বলগেট তাদের সবাইকে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে ওসি জানান, জাহাজে যে পরিমাণ তেল রয়েছে, তাতে প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়াও, ডুবে যাওয়া জাহাজের বেশ কিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন উদ্ধারকৃতরা।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা তেল নেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যান।

জাহাজটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

7h ago