স্ত্রীকে বাঁচাতে পদ্মায় ঝাঁপ দেওয়া সেই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে বাঁচাতে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত সালাউদ্দিন কাদের উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি নমির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল সাড়ে ১১টার দিকে বালুগ্রাম গ্রাম এলাকা থেকে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে। মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এর আগে, গতকাল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান কাদেরের স্ত্রী মঞ্জুরী খাতুন নিশি (৩২)। স্ত্রীকে বাঁচাতে কাদেরও নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন।
ফায়ার সার্বিসের ডুবুরিরা অনুসন্ধান অব্যাহত রাখলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাদেরকে খুঁজে পাননি। আজ সকালে ডুবুরিরা পুনরায় অনুসন্ধান শুরু করে এবং স্থানীয়দের সহায়তায় মরদেহ খুঁজে পান।
Comments