ধোলাইপাড়ে বাসচাপায় শিশু নিহত

ধোলাইপাড়
গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর ধোলাইপাড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর শিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধোলাইপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় গ্রিনলাইন পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মো. জহির উদ্দিন। জুরাইন মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোডে তারা থাকেন। 

এ ঘটনায় চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ।

Comments