চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানায় অগ্নিকাণ্ডের পর উৎপাদন বন্ধ

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে।
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সিইউএফএলের নিজস্ব দুটি ফায়ার ট্রাকের এক ঘণ্টা চেষ্টায় আগুন নির্বাপণ সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার) থেকে একটি ও আনোয়ারা, চন্দনাইশ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

সিইউএফএল ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের ইনচার্জ আব্দুর রহমান বলেন, 'সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিইউএফএলের নিজস্ব দুটি ফায়ার ট্রাকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো ধারণা পাওয়া যায়নি।'

সিইউএফএলের উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাহমুদুর রহমান বলেন, 'আগুনের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত কাজ শেষে উৎপাদন শুরু করা হবে।'

Comments

The Daily Star  | English
Awami League leader Matia Chowdhury (1942-2024)

Matia Chowdhury no more

She breathed her last at 12:37pm at Evercare Hospital where she was undergoing treatment

2h ago