আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীমের (১৭) মৃত্যু হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের চাঁন মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আর্জেন্টিনার সমর্থক শামীম ও সাজ্জাদ বিদ্যুতের খুঁটিতে পতাকা টানাতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে তারা ছিটকে মাটিতে পড়ে আহত হয়।'

তিনি আরও বলেন, 'পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সাজ্জাদের অবস্থা আশঙ্কাজনক নয়।'

নিহত শামীম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। আহত সাজ্জাদ একই এলাকার শামছুল হকের ছেলে।   

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

55m ago