নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে জাহাজের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১

ওটি সাংহাই-৮ জাহাজটি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে তেলের জাহাজে কাজ করতে গিয়ে ট্যাংকার বিস্ফোরণে নূর জামাল (২৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রূপগঞ্জের ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহাবুব আলম দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নূর জামাল রাজধানীর দোহারের উত্তর শিমুলিয়ার জাফর বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে মাহাবুব আলম বলেন, 'মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিংফিশার নামে একটি ডকইয়ার্ডে তেলবাহী "ওটি সাংহাই-৮" জাহাজ মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। জাহাজের তেলের ৪টি খালি চেম্বার ছিল। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সকাল ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।'

তিনি আরও বলেন, 'বিস্ফোরণের পর তেলের চেম্বারের ঢাকনাসহ উল্টে শীতলক্ষ্যা নদীতে পড়েন এক শ্রমিক। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

25m ago