নোয়াখালীতে অরক্ষিত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত
নোয়াখালী সদর উপজেলায় কৃষি কাজ করতে গিয়ে অরক্ষিত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ উল্লাহ মাঝি (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শহীদ উল্লাহ উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা মৃত আমিন উল্লাহ।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কৃষি কাজ করতে খেতে গিয়েছিলেন যান শহীদ উল্লাহ। সেখানে অরক্ষিত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয় জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments