সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নির্মাণ শ্রমিক মারা গেছেন।

তারা হচ্ছেন—লোকমান মিয়া (২৯), আমজাদ মিয়া (১৮) ও শরীফ (১৫)। লোকমান ও আমজাদ সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের এবং শরীফ ঝিলুকদার পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আজ সোমবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা।

স্থানীয়দের বরাতে ওসি জানান, লোকমান তার ২ সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড় করানোর সময় ওপরে থাকা হাই ভোল্টেজের বিদ্যুতের তারে লেগে ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, 'এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English
Nahid Islam on India-Bangladesh relations

Anti-Bangladesh politics will not serve India's interests: Nahid

Calls on 'Indian elites' to cease false propaganda against Bangladesh

2h ago