মাকে বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে ছেলে নিখোঁজ

নিখোঁজ মোহাম্মদ নাঈমকে উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী চলন্ত লঞ্চ থেকে ছেলের সঙ্গে অভিমান করে নদীতে লাফিয়ে পড়েন মা জামেরুন বেগম (৪০)। এ সময় মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন ছেলে মোহাম্মদ নাঈম।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জামেরুন বেগম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে তার ছেলে মোহাম্মদ নাঈম।

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশের সদস্যরা দ্য ডেইলি স্টারকে জানায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শরীয়পুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি বায়েজিদ জোনায়েদ-১ থেকে হঠাৎ করে এক নারী লাফিয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে তার ছেলেও নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠতে সক্ষম হিলেও নিখোঁজ রয়েছে তার ছেলে নাঈম।

গজারিয়ায় নৌ পুলিশ ফাড়ির উপপরিদর্শক রিয়াজুর জান্নাত দ্য ডেইলি স্টারকে জানান, নিখোঁজ ছেলেকে উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

এ ছাড়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোঁজ নাঈম শরীয়তপুর জেলার সখিপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

 

Comments