জুরাছড়িতে অগ্নিকাণ্ডে ৫১ দোকান-ঘর ভস্মীভূত
রাঙ্গামাটি জেলার জুরাছড়িতে অগ্নিকাণ্ডে অন্তত ৫১টি দোকান ও ঘরবাড়ি পুড়ে গেছে।
রোববার বিকেল ৩টার দিকে জুরাছড়ি বাজারে এ ঘটনা ঘটে।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথ কুমার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় অন্তত ৪৮টি দোকান ও ৮টি বাড়ি পুড়ে গেছে।
উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় এতটা ক্ষতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা ও নিরাপত্তা বাহিনী চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথ কুমার জানান, বড় ধরনের অগ্নিকাণ্ড হওয়ায়, পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
পরে রাঙ্গামাটি সদর থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়।
Comments