মাদারীপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরে রাজৈর উপজেলায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
Madaripur
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুরে রাজৈর উপজেলায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মোল্লাদি গ্রামের কালু মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর (৩০) ও সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি এলাকার সিরাজউল্লা খানের মেয়ে আফরোজা আক্তার নূপুর (২৬)।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শুক্রবার সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের সানেরপাড় এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।'

তিনি আরও বলেন, 'স্থানীয়রা জানিয়েছেন- ওই সময় এক নারী পথচারী রাস্তা পার হচ্ছিলেন। ওই পথচারীকে বাঁচাতে গেলে দ্রুত গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে দেয়।'

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

7h ago