পঞ্চগড়ে নৌকাডুবি: মৃত্যু বেড়ে ৬৮, এখনো নিখোঁজ অন্তত ৪
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন অন্তত ১৩ জন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উদ্ধার কার্যক্রমের কন্ট্রোল রুমের প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।
তিনি জানান, গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত করতোয়া নদী থেকে আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, সর্বশেষ শিশু দোলা রানির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো অন্তত ৪ জন নিখোঁজ আছেন বলে মনে করা হচ্ছে।
এর আগে, আজ আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন— শৈলবালা (৫১), সনেকা রানী (৫৫), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মন (৩২), মহেন চন্দ্র (৩০), ভূমিকার রায় পূজা (১৫), আখি রানী (১৫), সুমি রানী (৩৮), পলাশ চন্দ্র (১৫), ধৃতি রানী (১০), সজিব রায় (১০), পুতুল (১৫), কবিতা (৯), রত্না (৪০), মলিন্দ্র (৫৬), মণি ভূষণ (৪৬) ও মনিকা (৩৬)।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশে যাচ্ছিল।
Comments