আগুনে পুড়ে মারা গেল খামারের ১৮টি গরু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি খামারে আগুন লেগে ১৮টি গরু পুড়ে মারা গেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে খামারে থাকা ১৯টি গরুর মধ্যে ১৮ পুড়ে মারা গেছে। একটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘরের মূল্যবান মালপত্রও পুড়ে গেছে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ১৮টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইমন রউফ বলেন, 'সন্ধ্যায় আগুন লেগে পুরো খামার পুড়ে গেছে। মাত্র ১টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সব গরু আগুনে পুড়ে মারা গেছে।'

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

He is expected to be released from the jail following the HC order, unless the Appellate Division of the Supreme Court stays the HC verdict

35m ago