চলন্ত বাসে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নিহত ১, আহত ১০

ছবি: সংগৃহীত

ফরিদপুরে চলন্ত বাসের ভেতর বৈদ্যুতিক খুঁটি ঢুকে ১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীর নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার বাসিন্দা।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকর কুমার বিশ্বাস ও স্থানীয়রা জানান, ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি একটি ট্রাকে ওঠানো হচ্ছিল। সায়েদাবাদ থেকে কুষ্টিয়াগামী তালুকদার পরিবহনের একটি বাস সেখান দিয়ে যাচ্ছিল তখন। এ সময় বাসটির সঙ্গে ট্রাকে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির ধাক্কা লাগে এবং খুঁটিটি  বাসের সামনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পেছন দিক থেকে বাইরে বের হয়ে যায়।

একই সময় দর্শনা থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস ওই বিদুতের খুঁটিতে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ১১জন যাত্রী আহত হন।

হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান নজরুল ইসলাম। তিনি তালুকদার পরিবহনের যাত্রী ছিলেন।

তালুকদার পরিবহনের যাত্রী  রিমা রায় (২৯) দ্য ডেইলি স্টারকে বলেন,'ঘটনার সময় আমি ঘুমাচ্ছিলাম। প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। খুঁটিটি বাসের ২ সিটের মাঝামাঝি পড়ায় হতাহতের সংখ্যা কম।'   

জেআর পরিবহনের যাত্রী রাসেল রানা বলেন, 'তালুকদার পরিবহনের বাসটির ভেতর থেকে বিদ্যুতের খুঁটির যে অংশ পিছনের দিকে ঝুলেছিল, তাতে  ধাক্কা খেয়ে জে আর পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আমাদের বাসের কায়েকজন যাত্রী আহত হন।'

খবর পেয়ে ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, 'নিহতের পরিবারকে কাফন-দাফনে সহায়তা হিসেবে উপজেলা পরিষদের ফান্ড থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া, আহতদের চিকিৎসায় সহযোগিতা করা হচ্ছে।'

জেলা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সম্প্রসারণ ও পরিবর্তন প্রকল্পের আওতায় বিদ্যুতের ওই খুঁটিগুলি সড়কের নিচ থেকে উপরে উঠিয়ে ট্রাকে লোড দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

ফরিদপুর ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী মোরশেদ আলম বলেন,'আগামীতে বিদ্যুতের খুঁটি লোড ও আনলোড করার সময় লাল পতাকা টানিয়ে আরও সতর্কতার সঙ্গে কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English
10-bed ICU

Life-saving care hampered in 25 govt hospitals

Intensive Care Units at 25 public hospitals across the country have remained non-functional or partially operational over the last few months largely due to a manpower crisis, depriving many critically ill patients of life-saving care.

7h ago