ঘূর্ণিঝড় সিত্রাং: গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মহাসড়কের দাউদকান্দি ও ভবেরচর এলাকায় গাছ পড়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১১টা থেকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কের দাউদকান্দি এলাকার ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে।
ফায়ার বিগ্রেড মহাসড়ক থেকে এসব গাছ অপসারণ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, 'মহাসড়কে বেশ কিছু গাড়ি এলোপাতাড়ি চালানোর কারণে ২ লেনে যানজটের সৃষ্টি হয়। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। কিছু গাছ অপসারণের পর রাত সাড়ে ১১টা থেকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।'
এখন মূলত দাউদকান্দি থেকে সোনারগাঁও পর্যন্ত যান চলাচল ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গাছ অপাসারণে ফায়ার বিগ্রেডের পাশাপাশি হাইওয়ে পুলিশও কাজ করছে।
এ ছাড়া, সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
Comments